পাবনার ভাংগুড়ায় খানমরিচ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দয়রামপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উর্মি নামের ১০ বছরের এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধা ৭ টার দিকে লাশ উদ্ধার করে। উর্মির বাবা মোঃ আব্দুল খালেক ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকুরী করেন। মা গৃহিণী। উর্মিরা ২ ভাই তিন বোন এর মধ্যে উর্মি মেঝো । স্থানীয় জনপ্রতিনিধি ৮ নং ওয়ার্ডের মেম্বর মোঃ কফিল জানান, শুক্রবার মাগরিবের একটু আগে তার মা বৃষ্টি আসা দেখে ঘসি তুলতে গেলে ঘরের ডাবের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।তিনি বলেন মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। খবর পেয়ে ভাংগুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ভাংগুড়া থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরও এটি হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত করার জন্য লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
#CBALO/আপন ইসলাম