শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহত মোটরসাইকেল আরোহী সোহাগ (৩৫) রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত আতিকের বাড়িও একই গ্রামে।
জানা যায় বগুড়া থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাক দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী সোহাগ। আহত হয় চালক আতিক।
খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস আহত আতিককে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
#CBALO/আপন ইসলাম