ময়মনসিংহের নান্দাইলে পরিবারের অজান্তে পুকুরে ডুবে ইকবাল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামে ৯ এপ্রিল দুপুরের পরে এই ঘটনা ঘটে। ইকবাল মিয়া একই গ্রামের রুবেল মিয়ার পুত্র। নিহত শিশুর মা সালমা আক্তার বলেন, ইকবাল আমার একমাত্র ছেলে। আমি ঘরে দুপুরে খাবার প্রস্তুত করছিলাম। সে অন্য শিশুদের সাথে খেলা করছিল । পুকুরের পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে পানির নিচ থেকে আমার ছেলেকে মৃত উদ্ধার করি। স্থানীয় ইউপি সদস্য মো.আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে ।
#CBALO/আপন ইসলাম