ময়মনসিংহের নান্দাইলে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে বালু পরিবহনকারী টোয়েন্টি গাড়ির চাপায় এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। ৯ এপ্রিল শুক্রবার ১১ টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর ফকির বাড়ির সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত নারীর নাম রাবেয়া খাতুন (৫৫)। সে একই গ্রামের বাসিন্দা। নিজ গ্রামেই অন্য পাড়ায় মেয়েকে বিয়ে দিয়েছেন। মেয়ের বাড়ি থেকে ফেরার পথে বালু পরিবহনকারী টোয়েন্টি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেমহোসেন ভূইয়া জানান, এই মহিলা স্বামী পরিত্যক্তা ২০-২৫ পূর্বে থেকে বাবার বাড়িতে বসবাস করে। দুইটি মেয়ে আছে তাদের বিয়ে দিয়েছে মেয়েদের বাড়িতেই বেশি থাকে। নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, স্থানীয়রা গাড়িটি আটক করেছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
#CBALO/আপন ইসলাম