সিরাজগঞ্জের সলঙ্গায় অলিদহ পাঁচপীর কবরস্থানের গেট নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে। আজ (৯ এপ্রিল) শুক্রবার সকালে গেট নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন অত্র গ্রামের মুরুব্বীয়ানগণসহ কবরস্থান পরিচালনা কমিটিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন,অলিদহ কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আব্দুস সোবহান ফারুকী, আলহাজ্ব হাবিবুর রহমান তাং,আলহাজ্ব সোরমান আলী মাস্টার,আবু মুসা সরকার,আরিফুল ইসলাম জিন্নাহ (সাবেক ইউপি সদস্য), কোরবান আলী (সাবেক ইউপি সদস্য),কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন,সাধারণ সম্পাদক মোকছেদ আলী খাঁ,কোষাধ্যক্ষ আফছার আলী, অলিদহ পাঁচপীর কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার সকল শিক্ষক স্টাফসহ অত্র গ্রামবাসী উপস্থিত ছিলেন। এদিকে কবরস্থানের উন্নয়ন ও প্রধান গেট নির্মানের খবরে গ্রামবাসির মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃস্টি হয়েছে। পরিশেষে অত্র কবরস্থানসহ দেশের সকল মৃত মানুষের রুহের মাগফিরাত কামনা করে এবং প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম