মালবাহী ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে বরিশাল সদর উপজেলার টুমচর দাখিলিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল (৫২)সহ দুইজন নিহত ও একজন গুরুত্বর আহত হয়েছেন।
বুধবার বেলা সোয়া বারোটার দিকে সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনার খবর পেয়ে বিএমপির বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল চালক আলাউদ্দিন (২০) ও তার পিতা মোটরসাইকেল আরোহী মাওলানা হেলাল উদ্দিনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসার সময় চালক আলাউদ্দিন মারা যায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ওসি (তদন্ত) সানোয়ার হোসেন জানান, মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল জলিল, সরকারি শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন ও তার পুত্র চালক আলাউদ্দিন মোটরসাইকেলযোগে বরিশাল নগরীতে আসার পথে দুর্ঘটনাস্থলের বিপরীতদিক থেকে আসা কংক্রিট বহনকারী ট্রলির সাথে মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হন। গুরুত্বর আহত মাওলানা হেলাল উদ্দিনকে শেবাচিম হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম