রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ার অষ্টমনিষায় প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে অপরিকল্পিত রাস্তা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ১২:১৮ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় গভীর খাদের পাড় ঘেঁষেই এলজিএসপি-র (লোকাল গর্ভামেন্ট সার্পোট প্রোগ্রাম) এর আওতায় ৩ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে রাস্তার এইচবিবি করণের নির্মাণ কাজ হচ্ছে। উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রুপসী ওয়াবদার বাধ হতে রুপসী উচ্চ বিদ্যালয় অভিমুখে রাস্তায় এই চিত্র দেখা গেছে। সামন্য বৃষ্টি হলেই নির্মিত রাস্তার পাড় ধসে পুকুরে ভেসে যাবে। রাস্তার গাইড ওয়াল না করেই গভীর পুকুরের গা ঘেঁষে সরকারের ৩ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয় করে নির্মিত হচ্ছে এই রাস্তা। এতে টেকসই উন্নয়নের কথা না ভেবে উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তাদের অপরিকল্পিত ও অদূর্শিতার পরিচয় দিয়েছেন এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ২০২০-২০২১ অর্থ বছরে এলজিএসপি-র (লোকাল গর্ভামেন্ট সার্পোট প্রোগ্রাম) এর আওতায় রুপসী বাজার ওয়াবদার বাধ হতে রুপসী উচ্চ বিদ্যালয় অভিমুখে রাস্তাটি এইচবিবি করণ করার প্রকল্প গ্রহণ করা হয়। ওই রাস্তায় ৩ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্ধ দেন ইউনিয়ন পরিষদ থেকে। ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রুপালী খাতুন এই প্রকল্পের পিআইসি। উপজেলা প্রকৌশলী অফিস থেকে সরেজমিন গিয়ে ৭ ফিট চওড়া ও ৩শ ফিট দৈর্ঘ্য একটি ইস্টেমেট দেন। কিন্তু ৩শ ফিট রাস্তার বেশির ভাগ রাস্তার পাড় ঘেঁষেই রয়েছে গভীর খাদ। সেদিকে উপজেলা প্রকৌশল অফিসের কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ রাস্তার পাশ দিয়ে গাইড ওয়াল নির্মাণ না করলে সামান্য বৃষ্টিতেই ধসে পুকুরের খাদে পড়বে ওই রাস্তার অধিকাংশ। ফলে এই ইউনিয়ন পরিষদের এলজিএসপি এই প্রকল্পের সরকারের প্রায় ৪ লক্ষ টাকা ভেসে যাবে জলে। ফলে উপজেলার টেকসই উন্নয়নের কথা না ভেবে উপজেলা প্রকৌশলী কর্মকর্তাদের অদক্ষতা ও অদূর্শিতার কারণে সরকারের এমন ¶তির আশংকা করছেন স্থানীয় বাসিন্দা।

গভীর খাদের পাড় ঘেঁষে রাস্তার কাজ সম্পর্কে জানতে ওই প্রকল্পের পিআইসি রুপালী খাতুনের স্বামী সাইফুল ইসলাম জানান, গভীর খাদের গা ঘেঁষে রাস্তা টেকানোই কঠিন । তাই চাটাই ও বাঁশ দিয়ে রাস্তার নতুন মাটি ঠেকানোর আপাতত চেষ্টা করে নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।

এবিষয়ে জানতে অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান আয়নুল হককে ইউনিয়ন পরিষদে না পেয়ে একাধিকবার তার মুঠো ফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী মোছা:আফরোজা খাতুন বলেন, বিষয়টি নিয়ে অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের সচিবের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর