পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের রোকনপুর গ্রামে ধারালোর বটির উপর পড়ে এক শিশুর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আলপনা খাতুন (৪)। পিতার নাম আশরাফ আলী। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ৬ এপ্রিল সাড়ে ১২টার সময়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়, নিহত শিশু ঘরের মাচার উপর খেলা করছিল। এসময় শিশুটির মা বটি দিয়ে ঝাঁটার খিল তুলছিলেন। হঠাৎ শিশুটি মাচার উপর থেকে বটির উপর পড়ে পেট কেটে যায়। দ্রুত তাকে আটঘরিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এব্যাপারে আটঘরিয়া থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুটি খেলা করার সময় মাচার উপর থেকে বটির উপর পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
#CBALO/আপন ইসলাম