#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের #ফরিদপুর_উপজেলার কবি ও সাহিত্যিক গনের মধ্য থেকে কবি ও কথাশিল্পি আব্দুল মান্নান সরকারের পরিচিতি।
#আব্দুল_মান্নান_সরকারঃ
- আব্দুল মান্নান সরকার পাবনা জেলার বনওয়ারী নগর ফরিদপুর উপজেলার পুংগুলি ইউনিয়নের দত্ত পুংগুলি গ্রামে জম্মগ্রহণ করেছেন। প্রায় ৪০ বছর ধরে দেখছেন চলনবিল অঞ্চলে মাটি ও মানুষ। নিজের দেখা জনপদ তুলে ধরেছেন ক্যানভাসে। পাথার (২০০৫) তার উল্লেখ যোগ্য উপন্যাস।দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বইটি বেশ আলোচিত হয়েছে। লেখকের প্রকাশিত অন্যান্য উপন্যাস যাত্রাকালা (২০০৯), কৃষ্ণপক্ষ(২০০৫), নয়াবসত(২০১৪), পিতৃপুরুষ (২০১৫), গল্পগ্রন্থ নিরাকের কাল (২০০৬), দুই দিগন্তের যাত্রী (২০০৮), প্রকাশিতব্য উপন্যাস আরশীনগর। স্বীকৃতি হিসাবে পেয়েছেন জীবনানন্দ দাশ সাহিত্য পদক( ২০১৯)।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি, চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল_প্রকাশিত_হবে-
#কবি_নূরুল_ইসলাম_বাবুলের জীবন বৃত্তান্ত।
Thanks