শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরে আগুন লেগে ২টি ঘর পুড়ে ছাই

তোফাজ্জল হোসেন বাবু, চাটমোহর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৩:১১ অপরাহ্ণ

পাবনার চাটমোহরে আগুন লেগে ১টি রান্নাঘর ও ১টি গোয়ালঘর পুড়ে গেছে। এতে ২টি পরিবার ক্ষতিগস্ত হয়ে গেছে।বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে পরিবারের দেওয়া তথ্য মতে, ২টি ঘর পুড়ে ঘরে থাকা ছাগল ও আসবাপত্র পুড়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ সংলগ্ন (সালমারা গাইনগড় মৌজা) গ্রামের মো: খয়বর শেখের ছেলে মো: আব্দুস ছালাম শেখের গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ততক্ষণে রান্নাঘর ও ঘরে থাকা ৯টি ছাগল পুড়ে ছাই।
আগুনে ঘরসহ ঘরের ভেতরে থাকা আসবাবপত্র,সোকেচে থাকা দলিলপত্র সহ সবকিছু পুড়ে গেছে। তাদের ক্ষতির পরিমাণ প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার দুইটি ।হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মকবুল হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে আব্দুস ছালামের একটি ঘর ও পাশে থাকা আবুল কালামের ১টি খড়ির ঘরে থাকা আসবাবপত্র মিলে দুটি ঘর পুড়ে গেছে।
চাটমোহর ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছালে ততক্ষণে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আব্দুস ছালামের বাড়িতে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা ।
ক্ষতিগ্রস্তদের কাছ থেকে পাওয়া তথ্যের বিবরনে চেয়ারম্যান মকবুল হোসেন জানান, আগুনে ১টি রান্নাঘর, একটি গোয়াল ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর