বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার উপজেলার বাহাদুরপুর গ্রামে নসিমনকে সাইড দিয়ে গিয়ে ব্যাটারীচালিত আটো ভ্যান উল্টো খাদে পরে ভ্যানের যাত্রী বাহাদুরপুর গ্রামের বিন্দাবন ঘটকের ছেলে বিশ্বনাথ ঘটক (৮২), তার স্ত্রী ল²ী ঘটক (৮০), লক্ষীকান্ত গাইনের ছেলে বিশ্বনাথ গাইন (৫৭) সহ ৫জন আহত হয়। আহত ৩জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বিশ্বনাথ ঘটক ও বিশ্বনাথ গাইন এর অবস্থার অবনতি হলে তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। এ ব্যাপারে উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়সাল ফাহাদ চৌধুরী জানান, দুইজন রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম