সিরাজগঞ্জের তাড়াশে কীটনাশক দেয়া পুকুরে মাছ ধরতে গিয়ে জান্নাতী খাতুন (১০) ও বিথী খাতুন রিতা (১২) নামে দুই স্কুলশিক্ষার্থীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুজন শিক্ষার্থী জান্নাতী খাতুন ভায়াট গ্রামের শাহজাহান আলীর মেয়ে ও স্থানীয় ভায়াট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও বিথী খাতুন রিতা একই গ্রামের বাচ্চু আহমেদের মেয়ে ও ভায়াট ভিএস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নওগাঁ ইউনিয়নের স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ আলী ও স্থানীয়রা জানান, ভায়াট উত্তরপাড়ায় নতুন পুকুর নামে একটি পুকুর লিজ নিয়ে খালখুলা গ্রামের বরাত আলী মাছ চাষ করে আসছিলেন। তিনি সকাল ১০টার দিকে কাউকে না জানিয়ে ওই পুকুরে মাছ ধরার জন্য শক্তিশালী কীটনাশক প্রয়োগ করেন এবং মাছ ধরে বাড়ি চলে যান। পরবর্তীতে ওই পুকুরে কিছু মাছ ভাসতে দেখে স্থানীয় পাড়া-প্রতিবেশীরা মাছ ধরতে নেমে পড়েন।
এদের মধ্যে ভায়াট গ্রামের শাহজাহান আলীর মেয়ে জান্নাতী খাতুন ও বাচ্চু আহম্মেদের মেয়ে বিথী খাতুন রিতা সেখানে মাছ ধরতে যায়। একপর্যায়ে ওই দুজন গভীর পানিতে ডুবে যাওয়ার সময়ে বিষাক্ত পানি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
এ সময় উপস্থিত লোকজন টের পেয়ে দ্রুত ওই দুজন শিক্ষার্থীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।
#CBALO/আপন ইসলাম