শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

ই-পেপার

যশোর অভয়নগরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ৪:৪৪ অপরাহ্ণ

যশোর অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী চঞ্চল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার বালিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে প্রায় ৩০০ মিটার দূরে চেঙ্গুটিয়া রেলস্টেশনের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। এতে মোটরসাইকেলচালকের দেহ খণ্ডবিখণ্ড হয়ে রেললাইনের পাশে পড়ে যায় বলে জানা গেছে। নিহত চঞ্চল হোসেন যশোর সদর উপজেলার হামিদপুর এলাকার বাসিন্দা আতিয়ার মোল্যার ছেলে। তিনি শার্শা উপজেলা ভূমি অফিসে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। রেলওয়ে পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকা পৌঁছায়। এ সময় রেলক্রসিং দিয়ে একটি মোটরসাইকেল পার হতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। পরে ট্রেনটি মোটরসাইকেলটিকে টেনে নিয়ে প্রায় ৩০০ মিটার দূরে চেঙ্গুটিয়া রেলস্টেশনের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। এতে মোটরসাইকেলচালকের দেহ খণ্ডবিখণ্ড হয়ে রেললাইনের পাশে পড়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নওয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. মহসীন রেজা জানান, মোটরসাইকেল রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর