শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়া থানার এসআই দুলাল বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে

মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৫:২৬ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া থানার এসআই দুলাল হোসেন (৪৬) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। ইন্না—–রাজিউন। গত ২৭ মার্চ রাত সাড়ে দশটার সময় থানা প্রাঙ্গণে মোবাইল ফোনে কথা বলার সময় আলোকসজ্জার তারে জড়িয়ে তিনি মারা যান। রাজশাহী জেলার বাগমারা থানার দ্বীতাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে মৃত-জাবেদ আলীর ছেলে দুলাল হোসেন। তিনি এক স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত সাড়ে দশটার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে জাতীয় পতাকা উত্তোলনের মঞ্চে আলোকসজ্জার তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরেন। তার চিৎকারে থানার স্টাফরা এসআই দুলালকে তাকে উদ্ধার দ্রুত আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

পরের দিন ২৮মার্চ রোববার সকাল সাড়ে এগারোটার সময় আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাবনা অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পেরৈ মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর মিয়া, সাধারন সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল, উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: হাফিজুর রহমান প্রমূখ। উক্ত জানাজা নামাজে এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর