সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় রাতের আঁধারে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা অভয়নগরে সৌন্দর্য বিলাচ্ছে মাঠভরা হলুদ, সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা; কৃষকের মুখে হাসি সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম  দুর্ভোগে পথচারীরা বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা উদ্ভোধন সাতক্ষীরায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় ৪ দিন অতিবাহিত,আটক হয়নি সন্ত্রাসী রমজান বাহিনীর প্রধান দৌলতপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন  অভয়নগরে সাবেক চেয়ারম্যান কামাল গ্রেফতার “ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ এর উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’”

২৩ গুণী ব্যাক্তির নামে লালমোহন পৌরসভার ২৩ টি সড়কের নাম করণ উদ্বোধন করেলেন এমপি শাওন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৩ জুন, ২০২০, ৬:০১ অপরাহ্ণ

মোঃ ইব্রাহিম আকাশ ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন পৌরসভার বিখ্যাত ব্যাক্তিবর্গের নামে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ২৩ টি সড়কের নামকরণ করা হয়েছে। লালমোহন পৌরসভার উদ্যোগে ৬ জুন ২০২০ ইং সড়কগুলোর নাম ফলক উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, পৌরসভার কাউন্সিলর সহ অনাণ্য নেতৃবৃন্ধ।

উদ্ধোবনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় এমপি শাওন বলেন লালমোহনের সাবেক এমএলএ, এমপি ও সমাজের বিশিষ্টজনদের নাম বর্তমানে মানুষ ভুলে যেতে বসেছে। বিশিষ্টজনদের নামে সড়কগুলোর নামকরণের মাধ্যমে নতুন প্রজন্মসহ সকলের হৃদয়ে তাঁদেরকে বাঁচিয়ে রাখতে চাই। নামকরণের মাধ্যমে সমাজের বিশিষ্টজনদের স্মৃতিচারণ করার প্রয়াসেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লালমোহন পৌরসভাকে আনুনিকায়নের জন্য কাজ চলছে। এই সরকারের আমলে চৌরসভার অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এই উন্নয়নের ধারা চলমান থাকবে।

যে ২৩ সড়ক উদ্ধোধন করা হয়েছে সেগুলো হলোঃ

১) আব্দুর রশিদ মাস্টার সড়ক (লালমোহন চৌরাস্তার মোড় থেকে দক্ষিণ দিকে পৌরসভার সীমানা পর্যন্ত)

২) হাজী মোখলেছুর রহমান সড়ক ( থানার মোড় থেকে ডাক বাংলা ব্রীজ পর্যন্ত)

৩) নুরুন্নবী চৌধুরী শাওন সড়ক (মহাজন পট্রি হয়ে তেছরী পোল এবং উত্তর বাজার হয়ে হামীম একাডেমি এবং থানার মোড় থেকে তেরছি পোল পর্যন্ত)

৪) সোলাইমান হাওলাদার সড়ক (ইসলামিক মডেল মাদ্রাসা থেকে পূর্ব দিকে কর্তার কাচারীর রাস্তা পযর্ন্ত)

৫) মোহাম্মদ উল্যাহ খান সাহেব সড়ক (ডাকবাংলা ব্রীজ থেকে পশ্চিম দিকে পৌরসভার সীমানা পর্যন্ত)

৬) মফিজুল ইসলাম কানু সড়ক (থানার মোড় থেকে পূর্ব দিকে পৌরসভার সীমানা পর্যন্ত)

৭) দ্বীপবন্দু সড়ক (লঞ্চঘাটের মাথা মেইনরোড় থেকে লঞ্জঘাট পর্যন্ত)

৮) মোবারক আলী হাওলাদার সড়ক (ওয়েষ্টার্ন পাড়া মজিবুল হক মাস্টার বাড়ী থেকে হামীম হয়ে উত্তরদিকে গুদিরপুল পর্যন্ত)

৯) নওয়াব আলী মুন্সী সড়ক (তেরছিপুল থেকে উত্তরদিকে পৌরসভার সীমানা পর্যন্ত)

১০) করিম রোড (কৃষি ব্যাংকের সামনে থেকে নয়ানীগ্রাম পর্যন্ত)

১১) কলিম উদ্দিন মিয়াজী সড়ক (পাকার মাথা থেকে দক্ষিনে পৌরসভার সীমানা পর্যন্ত)

১২) ইয়াছিন মিয়া সড়ক (সাবরেজিষ্টার মসজিদের সামনে থেকে পূর্ব দিক পর্যন্ত)

১৩) হাজী নুরুল ইসলাম সড়ক (তেরছি পুল থেকে পূর্ব দিকে বালুরচর সংযোগ সড়ক পর্যন্ত)

১৪) হাসান হাওলাদার সড়ক (নুরুল ইসলাম কওমী মাদ্রাসা থেকে হাসান হাওলাদার বাড়ী হয়ে মেইনরোড পর্যন্ত)

১৫) সুলতান হাওলাদার সড়ক (লঞ্চঘাটের মাথা থেকে পূর্ব দিকে নয়াণীগ্রামের সমিতির মাঠ পর্যন্ত)

১৬) মোতাহার উদ্দিন সড়ক (লাঙ্গলখালী পুল থেকে পশ্চিম দিকে ৯নং ওয়ার্ড পেশকার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত)

১৭) মোজাম্মেল সড়ক (লাঙ্গলখালী মিঝিবাড়ী থেকে পশ্চিমদিকে পৌরসভার সীমানা পর্যন্ত)

১৮) রসুলবাগ সড়ক (৫নং ওয়ার্ড হাওলাদার পাড়া)

১৯) বর্নালী সড়ক (লালমোহন দক্ষিণ বাজার মেইর রোড থেকে পশ্চিম দিকে গুচ্ছগ্রাম পর্যন্ত)

২০) কলেজ পাড়া সড়ক (শাহবাজপুর কলেজ রোড)

২১) আসলাম পাঞ্চায়েত সড়ক (বকসীবাড়ীর রোড থেকে বালুরচর পর্যন্ত)

২২) চাঁন মিয়া সওদাগর সড়ক (সওদাগর চৌমূহনী থেকে উত্তর দেকে পৌরসভার সিমানা পর্যন্ত)

২৩) নওয়াব আলী হাওলাদার সড়ক (সওদাগর চৌমূহনী থেকে কর্তারকাচারী পর্যন্ত)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর