পাঠশালায় গাছ চাপা পরে আট শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিশু শিক্ষার্থীদের আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সীমান্তবর্তী রাজাপুর গ্রামের ফলিয়া বাড়ির পাঠশালায়। স্থানীয় ও আহতে শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার পশ্চিম সীমান্তবর্তী কোটালীপাড়ার রাজাপুর গ্রামে ফলিয়া বাড়ি পাঠশালায় প্রতিদিনের মতো শিশু শিক্ষার্থীদের পাঠদান চলছিল। পাঠশালার পাশে রঞ্জন রায়ের বিক্রি করা একটি শিমুল (তুলা) গাছ কাটতে কাটছিলো আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের গাছ ব্যবসায়ী রশিদ শিকদার। এসময় কাটা গাছ হঠাৎ করে পাঠশালার উপরে আছড়ে পরায় পাঠাশালায় অবস্থান করা শিশু শিক্ষার্থী রাজাপুর গ্রামের লিটু জয়ধরের ছেলে নীরব (৫), পরিতোষ জয়ধরের ছেলে প্রণব জয়ধর (৫), সুশীল জয়ধরের মেয়ে পাখি জয়ধর (৫), ওই পাঠশালার শিক্ষিকা শোভা জয়ধর (৩৫)সহ আটজন আহত হয়। শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে পাখি জয়ধরকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে এবং নীরব ও প্রণবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়েছে। পাঠশালার শিক্ষিকা শোভা জয়ধরসহ আহত অন্যান্য শিক্ষার্থীদের কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম