বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১একর ২শতক জমির প্রায় ৫ শতাধিক পান বরজ সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। যার ক্ষতির পরিমান প্রায় ১৫লাখ টাকা। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের আ. রশিদ মজুমদারের পান বরজে পল্লী বিদ্যুৎতের লাইন থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন সমস্ত পান বরজে ছড়িয়ে পরে। আগুনে আ. রশিদ মজুমদারের ১শ ৫০খান, নাসিম হাওলাদারের ১শ ৪০খান, স্বজল দাসের ৫০খান ও সোহেল মেলকারের ১শ ২০খান পান বরজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পান চাষিদের প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।
#CBALO/আপন ইসলাম