শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন করলো বিজিবি ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ ঘিরে বিতর্ক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসিকে প্রত্যারের দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

ভারুয়াখালী ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মঈন উদ্দিন

চট্টগ্রাম ব্যুরো:
আপডেট সময়: সোমবার, ২২ মার্চ, ২০২১, ১০:২১ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার ৭নং ভারুয়াখালী ইউনিয়ন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও ভারুয়াখালী আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মঈন উদ্দিন। তিনি সাবেক সফল ছাত্র নেতা হিসাবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছে। ভারুয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, জোয়ারিয়ানালা এইস এম সার্চি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতির ছিলেন। এছাড়া মঈন উদ্দিন ভারুয়াখালীর পূর্ব অঞ্চলে অবহেলিত এলাকা উল্টাখালীতে “পূর্ব ভারুয়াখালী উচ্চ বিদ্যালয়” নামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে দীর্ঘদিন ধরে সফলতা সহিতে সে গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করে আসছে। এবং ভারুয়াখালী শেখ রাসেল স্মৃতি সংসদ এর সভাপতি তিনি। তার কর্মের ধারাবাহিক সফলতাই ভারুয়াখালীর আনাচে-কানাচে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। যখন স্থানীয় নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে তিনি ভারুয়াখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে আগাম নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি এলাকার উন্নয়নে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসার জন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করিয়েছেন বলে দাবি করেন। তাই এলাকাবাসীর চাওয়া থেকেই তার নির্বাচন করার প্রত্যাশা। এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে উঠান বৈঠক করতে দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন ভারুয়াখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করাসহ প্রতিনিয়ত এলাকাবাসীর খোঁজখবর রেখেছেন। বিভিন্ন গ্রামে আগাম গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত ভারুয়াখালী ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব।

তিনি চলনবিলের আলো কে বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত ভারুয়াখালী ইউনিয়ন উপহার দেব এলাকাবাসীকে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর