নাটোরের গুরুদাসপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের জরিপের জামাই মনিরুল (৩৫) ও ছেলে জসিম (২০), অপর মোটরসাইকেল আরোহী বিয়াঘাট সরকারপাড়া এলাকার করিমের ছেলে আলী হাছান (৩৪) ও হারুনের ছেলে জীবন (১১)।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জুমাইনগর উত্তরপাড়া সড়কে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেয়। পরে অধিক রক্তক্ষরণের ফলে মনিরুল, জসিম ও শিশু জীবনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেয়া হয়েছে। মাথাসহ তাদের শরীরের বিভিন্নস্থান গুরুতর জখম হয়। স্থানীয়রা জানায়, মনিরুল ও আলী হাছান মোটরসাইকেল চালাচ্ছিলেন। অসাবধানতার কারণে এ দুর্ঘটনা হয়।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।
#CBALO/আপন ইসলাম