পলাশবাড়ীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ এর ৯১তম জন্মদিন পালিত। ২০ মার্চ সন্ধ্যায় প্রেসক্লাব চত্তরে জাতীয়পার্টি পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে ৯১তম জন্মদিনের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন পাতার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টি যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, হোসেনপুর ইউনিয়ন সভাপতি আঃ আজিজ, মনোহরপুর ইউনিয়ন সভাপতি মনোরুল ইসলাম, আব্দুল জলিল মন্ডল, বজলার রহমান, ফজলুল হক দুদু, মমদেল হক, উজ্জল মন্ডল সহ উপজেলা পর্যায়ের জাতীয়পার্টির নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ বাদশা মিয়া।
#CBALO/আপন ইসলাম