ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পুকুর খননের সময় একটি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) ৭টার দিকে রুহিয়া থানা পুলিশ আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রায়ন প্রকল্পের পাশে লেউটিহাড়ি পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করে। পুলিশ জানায়, সরকারিভাবে লেউটিহারি পুকুর খননের কাজ চলছে ।স্কেবেটর দিয়ে পুকুরের মাটি খনন করার সময় ওই পাথরটি মেশিনে লাগলে শ্রমিকরা তা উত্তোলনের চেষ্টা চালায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানালে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়ের নেতৃত্বে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায়ং নিয়ে আসে।মূর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি।দৈর্ঘ্য আড়াই ফুট এবং ব্যাস দেড় ফুট।মূর্তিটির গায়ে আরো কয়েকটি মূর্তি অংকিত রয়েছে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার করে।এটি কষ্টি পাথরের মূর্তি কিনা তা পরীক্ষা না করে বলা যাবে না বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য,৩ বছর পূর্বে ওই পুকুর হতে আরো একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়োিছল।
#CBALO/আপন ইসলাম