প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে একমাত্র আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী ব্যতিত অন্যকোন প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত ছয়জন চেয়ারম্যান প্রার্থী।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন-তৃতীয়বারের মতো মাহিলাড়া ইউনিয়নে সৈকত গুহ পিকলু, নলচিড়া ইউনিয়নে গোলাম হাফিজ মৃধা, বাটাজোর ইউনিয়নে আব্দুর রব হাওলাদার, দ্বিতীয়বারের মতো খাঞ্জাপুর ইউনিয়নে নুর আলম সেরনিয়াবাত, প্রথমবারের মতো বার্থী ইউনিয়নে আলহাজ্ব আব্দুর রাজ্জাক হাওলাদার, চাঁদশী ইউনিয়নে সৈয়দ নজরুল ইসলাম।
এছাড়া গৌরনদীর সরিকল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার প্রতিদ্বন্ধি প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন খান, জাতীয় পার্টির গোলাম আজিজ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র হালদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান।
#CBALO/আপন ইসলাম