বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

নোয়াখালী-প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৭ মার্চ, ২০২১, ৯:৪৮ পূর্বাহ্ণ

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বেগমগঞ্জ থানার এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছে। নিহত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩১), ফেনী জেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় জাহিদ নামে আরো এক (এসআই) গুরুত্বর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চুঙ্গার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৭টার দিকে মাইজদী বাজার থেকে মোটরসাইকেল যোগে বেগমগঞ্জ থানায় যাওয়ার পথে চুঙ্গার পোল এলকায় দ্রুত গামী কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দু’জন (এসআই) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর