হিমেল চন্দ্র রায়,নীলফামারি জেলা প্রতিনিধিঃ
ভয়াবহ এই করোনার সময়ে যখন কোন জনপ্রতিনিধি চাল চুরির দায়ে বিতর্কিত হচ্ছেন, কেউবা হাত গুটিয়ে বসে আছেন; ঠিক তখনই ব্যক্তিগত দায়বদ্ধতা ও মানবিকতা দিক থেকে কেউ কেউ অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে কৃজ্ঞতা প্রকাশ করেন ম্যাজিশিয়ান বৈরাগী সুজন।
গতকাল রাতে ঢাকার মালিবাগে মনের অজান্তে ম্যজিশিয়ান অফিসে জন্মদিন পালিত হয় এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ ম্যাজিশিয়ান সোসাইটির প্রতিষ্ঠিতা ও উপদেষ্টা নন্দিত জাদুকর ও শিশু বন্ধু শাহীন শাহ্, সভাপতি সাবা হক অনিক, সাধারণ সম্পাদক সাদাত মামুন, কার্যনির্বাহী সদস্য এম রহমান,দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ।
বৈরাগী সুজন নীলফামারি জেলার ডোমার উপজেলায় মধ্যবিত্ত পরিবারে আজকে ১৯৮১ সালে ১লা জুন মাসে এইদিনে জন্ম গ্রহণ করেন। স্কুল জীবন থেকে ম্যাজিকের প্রতি তার ভালবাসার বহিপ্রকাশ ঘটে ,আর সেই ভাল লাগা থেকেই আজকের ম্যাজিশিয়ান বৈরাগী সুজন। বর্তমানে সামাজিক, সাংস্কৃতিক ও স্কুল-কলেজ অনুষ্ঠানে ম্যাজিক দেখিয়ে দর্শকদের মন জয় করেন।
জন্মদিন সম্পর্কে বৈরাগী সুজন ভালবাসায় সিক্ত হয়ে ফেসবুকে সকল বন্ধু-বান্ধব সকলকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে একটি বার্তা দেন পাঠকদের জন্য হবহু তুলে ধরা হলো।
সকলের জন্য ভালোবাসা চিরন্তন,আর এই চিরন্তন ভালোবাসাই মানুষকে দিতে পারে আন্তরিকতা ও সহনশীলতার মাঝে বেঁচে থাকার প্রয়াস। আর কিছু কিছু ভালোবাসা ও স্নেহ-আদর সত্যিই হৃদয় ছুঁয়ে যায় উজ্জল নিদর্শন। আমার মনেই নেই যে আজ আমার জন্মদিন।
শাহীন শাহ্ স্যার আমাকে ফোন করে ওনার মালিবাগের অফিসে আসতে বললেন জরুরী আলাপের জন্য এসে দেখি স্যার, মামুন ভাই,এম রহমান ভাই আমার জন্মদিনের কেক নিয়ে প্রস্তুত। আমি অফিসে আশা মাত্রই তাদের উষ্ণু অভ্যর্থনায় সিক্ত হলাম। আজ আমি ধন্য ও গর্বিত এরকম সুপচিন্তক ও আন্তরিক সহযোগীদের সঙ্গে থাকতে পেরে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন,মনে রাখবেন আপনার সুরক্ষা আপনার হাতেই যেখানে সৃষ্টি হবে সুন্দর।