শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে ইউসিসিএ লি. নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ৩:৫৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা বারোটায় উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের উদ্ধোধনের মধ্য দিয়ে বিশেষ সাধারন সভা ও নির্বাচনী কার্যক্রম শুরু হয়। সাধারন সভায় মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা আক্তার শিপ্রা, সদর ইউপি চেয়ারম্যান একে এম কামরুজ্জামান মনি , নাগরপুর থানার ওসি মো. আনিসুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রহুল আমীন।

কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী দায়ীত্বে ছিলেন, সমাজসেবা কর্মকর্তা মো. সৌরভ তালুকদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ, মোহাম্মদ আবদুল রশিদ। বেলা বারোটা থেকে টানা চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট চারজন প্রার্থী সভাপতি পদে প্রতিদ্বদ্ধিতা করেন। আ.ক.ম.ম তোফাজ্জল হোসেন বাবুল ৯০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সদস্য সেলিম রেজা, খন্দকার নূর-ই আলম, আজগর আলী, মো. মোকছেদুর রহমান রিপন, মো. জকিম উদ্দিন, লায়লা আরজুমান ভানু ঝুমুর।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর