জেলার উজিরপুর-ধামুরা আঞ্চলিক সড়কের আমরাবাড়ি নামক এলাকায় নসিমন উল্টে রুবেল সরদার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল একই উপজেলার কাংশী গ্রামের মজিবর সরদারের পুত্র।
স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে এগারটার দিকে ধামুরা বন্দর থেকে দু’টি নসিমন উপজেলা সদরের দিকে আসছিলো। পথিমধ্যে আমড়াবাড়ি নামকস্থান অতিক্রমকালে দুর্ঘটনা কবলিত নসিমনটি অপর নসিমনকে ওভারটেক করতে গিয়ে সড়কের খাদে পড়ে উল্টে যায়। এসময় নসিমনে থাকা রুবেল সড়কের উপর ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
উজিরপুর মডেল থানার ওসি মোঃ জিয়াউল আহসান জানান, দুর্ঘটনা কবলিত নসিমন দু’টি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পর নসিমনের চালকরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।
#CBALO/আপন ইসলাম