যশোরের অভয়নগরে আসন্ন নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রতিক নৌকা পেয়েেছেন সুশান্ত কুমার দাস শান্ত। নওয়াপাড়া পৌরসভার নির্বাচনে দ্বিতীয় বার দলীয় মনোনয়ন পেলেন তিনি। সুশান্ত কুমার শান্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পূজা উদযাপন পরিষদ অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক । শনিবার (১৩ মার্চ) রাতে বাংলাদেশ আওয়ামী লীগ এর সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে প্রেস বিজ্ঞপ্তিতে সুশান্ত কুমার দাস শান্তর নাম ঘোষণা করা হয়।সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ (৬ষ্ঠ ধাপ) এর আওতায় নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচন আগামী ১১ এপ্রিল রোববার ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে অনুষ্ঠিত হবে।
#CBALO/আপন ইসলাম