আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হোয়ানক ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ড থেকে নির্বাচিত সাবেক সফল সংরক্ষিত মহিলা মেম্বার জনাবা ফরিদা ইয়াছমিন জনগণের ইচ্ছায় আবারও আগামী নির্বাচনে মহিলা মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন।
নারী নেত্রী হিসেবে জনাবা ফরিদা ইয়াছমিনের বেশ খ্যাতি আছে এলাকায়।তিনি বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ মহেশখালী উপজেলা শাখায় দীর্ঘদিন ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসতেছেন।তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনেও তার ভূমিকা চোখে পড়ার মত।
স্থানীয়দের থেকে জানতে চাইলে তারা বলেন,ফরিদা ইয়াছমিন মেম্বার থাকাকালে ১,২ ও ৩ নং ওয়ার্ডের এমন কোন এলাকা ছিল না যে যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। এলাকার রাস্তা, কালভার্ট, মসজিদ, মন্দিরসহ সকল শিক্ষাপ্রতিষ্টানেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছিলেন তিনি।তাছাড়া সরকারি যেকোন সুবিধা ভাতা বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছিলে বলে জানা যায়।
এদিকে ফরিদা ইয়াছমিন বলেন,আগামী নির্বাচনে আমি নির্বাচিত হব বলে শত ভাগ আশাবাদী। কারণ মানুষের প্রয়োজনে তারা আমাকে নির্বাচন করাচ্ছে। বিগত দিনগুলোতে তারা বেশি ভুক্তভোগী। সকল সুযোগ সুবিধা থেকে আমার এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তখনও সকল প্রয়োজনে আমি তাদের পাশে ছিলাম।তাছাড়া আমার নির্বাচন নিয়েও অনেক পুরনো অভিজ্ঞতা আছে, আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন করেছি। সেই সুবাদে আমাকে নিয়ে আমার এলাকার মানুষ ভাল জানে। তাই আমি শতভাগ আশাবাদী আগামী নির্বাচনেও আমাকে নির্বাচনে আমাকে নির্বাচিত তাদের পাশে রাখবেন….. ইনশাআল্লাহ।
#CBALO/আপন ইসলাম