টাঙ্গাইল শহরের শাহজালাল ইসলামী ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও কম্পিউটার পুড়ে গেছে।
শুক্রবার (১২ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টার দিকে শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় তলার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে স্থানীয়রা টাঙ্গাইল ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজার আবু তাহের বলেন, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে ব্যাংকের কাস্টমার কেয়ার ইউনিটের কিছু কাগজপত্র, কম্পিউটার ও এসির আংশিক অংশ পুড়ে গেছে। তবে গুরুত্বপূর্ন কোন কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে পানি ছিটিয়েছে তাতে ব্যাংকের কিছু কাগজপত্র ভিজে গেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, আগুনে ব্যাংকের কম্পিউটার, কাগজপত্র ও বেশ কিছু মালমাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
#CBALO/আপন ইসলাম