খুলনা- যশোর মহাসড়কে বাস ও ইজিবাইক এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ২ আহত ৫ প্রতক্ষদর্শিরা জানায়, ১২ মার্চ (শুক্রবার) সকাল ৮.৩০০ টায় খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাসের সাথে অভয়নগর ভাংগাগেট রহমত ওয়েব্রিজ এলাকায় ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনা স্হলে ২ জন মৃত্যু হয় নিহত হয় আরও ৫ জন আহত হয়েছে। সরেজমিন যেয়ে দেখা যায়, খুলনা অভিমুখে ইজিবাইক ভাংগাগেট রহমত ওয়েব্রিজের সামনে আসলে বিপরিত,গামী রুপসা রেজিঃ নম্বর খুলনা ব- ১১-০১৬৩ বাস ইজিবাইকে চাপা দেয় এতে ঘটনা স্থলেয়,ইজিবাইক চালক, আমডাংগা গ্রামের ছফের মোড়লের পুত্র শহিদ মোড়ল (৩৬) নিহত হন অপর এক ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি, তবে প্রথমিক ভাবে জানা যায়, তার বাড়ি রাজশাহী চাপাই। হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ৫ জনকে দ্রত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এদের ভিতর ৪জনের অবস্থা আশংকা হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে রেফার করা হয়েছে। স্থানীয় জনসাধারণের দাবি খুলনা যশোর গড়াই রুপসা গাড়ির বেপরোয়া চলার কারনে প্রতিনিয়ত ঘটছে এরকম মারাক্তক দুর্ঘটনা। এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ মাহমুদ হাসান বলেন, ফাইয়াসার্ভিস ও আমাদের প্রচেষ্টায় নিহত আহতদের উদ্ধার করা হয়েছে এ ঘটনায় মামলা প্রস্থুতি চলছে মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা নিয়া হবে।
#CBALO/আপন ইসলাম