সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশে মার্কেটে আগুন, ১৮ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৮ মার্চ, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের চকসরাপপুর গ্রামের মো: হৃদয় আহম্মেদ নাসিরের ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন লেগে দোকান ও মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কৃষ্ণাদিঘী বাজারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় তাড়াশ থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। যার জিডি নং ২৮১।

ডিজি সূত্রে জানা যায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে রয়েছে- উপজেলার মাধাইনগর ইউনিয়নের সাবকন্টল রুমের যাবতীয় জিনিস ও ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ফ্যান ও পার্শ্ববর্তী ৩ জন ব্যবসীর অন্যন্যা সামগ্রী পুড়ে যায়। এতে ওই মার্কেটের মালিক মো: আশরাপ আলীর মার্কেট পুড়ে তার বিরাট ক্ষতি হয়। ওই মার্কেটের সকল ব্যবসায়ীর প্রায় ১৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এ প্রসঙ্গে উপজেলা ফায়ার সার্ভিসের লিডার জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটছে বলে তিনি জানান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর