ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার চাপায় মোঃ হাসমত আলী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ৭ মার্চ বিকাল পাচঁটার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। হাসমত আলী চরভেলামারি গ্রামের মৃত শহর আলীর পুত্র।স্থানীয়রা জানায় কোন কাজে হাসমত আলী হেঁটে মধুপুর বাজারের দিকে যাচ্ছিল। পিছন দিক থেকে একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্বার্শবর্তী ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই সে মারা যায় । স্থানীয় ইউ পি চেয়ারম্যান ফরিদ আহামেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গাড়িটি স্থানীয়রা আটক করার পর পুলিশে হস্তান্তর করা হয়েছে। নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাসেম জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
CBALO/আপন ইসলাম