মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ‘- ছোট বেলায় এই লাইনগুলা বহুবার শুনেছি। তেমনি শুনেছি অসহায় মানুষের আর্তনাদ,হাহাকার। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা দুঃখ দেখেও না দেখার ভান করে থাকেন, গল্পটা তাদের নিয়ে নয়। গল্পটা মানবিকতার এক কান্ডারি নিয়ে – মো: রাহাত শেখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে যার বাড়ি। বরং বাড়িতে থাকার সময় কই তার। সারাদিন ছোটেন বালিয়াকান্দি উপজেলার আনাচে কানাচে। রাহাত বখে যাওয়ার দলে নয়,বরং তাকে দেখে বখতে যাওয়া তরুণ্য ফিরে আসে সঠিক পথ এ। কাধেঁ কাধঁ মিলিয়ে সংগ্রাম করে দৈন্যতার বিরুদ্ধে। উদ্দীপ্ত ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা মো: রাহাত শেখ কে মাঝরাতে কল দিলেও হাসিঁ মুখে ছুটে আসবে অন্যের বিপদে। করোনার দূর্দিনে একজন রক্তযোদ্ধা হিসাবে নির্ভয়ে কাজ করছেন সামনে থেকে, তিনি মানুষ,ক্লান্তি ভর করে। সেসব উড়িয়ে দেন দূরান্ত হাসিতে। যে হাসিতে মন ভালো হবে যে কারো। পড়াশোনা করছেন বালিয়াকান্দি পাইলট মডেল হাই স্কুল এ কাজ করতে গিয়ে অনেকের তেঁতো কথা হজম করতে হয়। রাহাত সেসবে কথা কানে তুলে না , যারা তাকে ভালোবাসে তাদের জন্য কাজ করে যেতে চান, বাচঁতে চান মানুষের জন্য, বাচাঁতে চান মানুষের জীবন। এই রাহাতেরাই সমাজের আলো হয়ে পথ দেখায় অসহায়কে, তাদের দেখে অনুপ্রানিত হয় তরুন্য । এমন মানুষ ই প্রয়োজন সমাজ আলোকিত করতে। জয় হোক মানবতা, প্রতিটা ঘড়ে তৈরি হোক রাহাতের মতো হাজারও তরুণ।
CBALO/আপন ইসলাম