শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

ই-পেপার

ত্যাগী না হাইব্রীড ; কে পাবেন নৌকার টিকিট?

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ৩:৫২ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালে দলের ত্যাগী ও নির্যাতিত মনোনয়ন প্রত্যাশীদের হাতে দলীয় টিকেট দেয়া হবে নাকি হাইব্রীডরা নৌকা বাগিয়ে নিবেন, এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু তৃণমূল পর্যায়ের চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র।
সূত্রমতে, প্রথম দফার ইউপি নির্বাচনে জেলার ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলার ৮৮টি ইউনিয়নের সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করেছে আওয়ামী লীগ। খোঁজনিয়ে জানা গেছে, প্রায় প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দলের দুর্দিনের ত্যাগী ও নির্যাতিত নেতাদের পাশাপাশি সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী হতে বিভিন্ন দল থেকে সদ্য যোগদান করা ব্যক্তিরাও আবেদন জমা দিয়েছেন। ফলে শেষ পর্যন্ত কারা হবেন নৌকার মাঝি ত্যাগীরা নাকি হাইব্রীড? এনিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের মাঝে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর