সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

ই-পেপার

প্রাথমিক চিকিৎসা দেওয়া শিখলেন ১০০ পুলিশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ৩:০৩ অপরাহ্ণ

সড়কে যে কোনো দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রশিক্ষণ নিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল ট্রাফিক বিভাগের ১০০ সদস্য। বুধবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, এ প্রশিক্ষণের ফলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারবেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এতে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আইসিআরসির হেড অব অপারেশন ডেভিড মন্তেস বলেন, দুর্ঘটনার পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদানকারীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হচ্ছে। সিটিজেন সার্ভিস সেন্টার প্রচারাভিযানের আওতায় ডিএমপি ও ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রসের (আইসিআরসি) যৌথ ব্যবস্থাপনায় রাজারবাগ ট্রাফিক ব্যারাক কনফারেন্স হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তিন সপ্তাহের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয় গত ২ মার্চ। বুধবারের অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) কৃষ্ণ পদ রায় ও অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর