সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসা এলাকা থেকে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরের নাম শাহিদুল ইসলাম সিয়াম (১৫)। সে খাসা গ্রামের অধিবাসী আমির হোসেন ও সুফিয়া বেগম দম্পতির ছেলে।
কিশোর সিয়ামের নিখোঁজের পর থেকে তার স্বজনরা উদ্বিগ্ন রয়েছেন। এ ঘটনায় সিয়ামের ভাই শাওন সোমবার (০১ মার্চ) সকালে বিয়ানীবাজার থানা সাধারণ ডায়েরি দায়ের করেছেন (জিডি নং ২০)।
নিখোঁজ কিশোর শাহিদুল ইসলাম সিয়ামের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তার ভাই শাওন। তাকে কোথাও দেখতে পেলে বিয়ানীবাজার থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
নিখোঁজ কিশোরের ভাই শাওন জানান, রবিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে সে নিখোঁজ রয়েছে। হারিয়ে যাবার সময় সিয়ামের পরনের ছিল কালো রঙের টাকসু ও হালকা আকাশি নীল রঙের শার্ট। তার গায়ের রঙ শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তিনি আরও জানান, তার শারীরিক গঠন হালকা পাতলা। মুখমণ্ডল লম্বাটে এবং চোখের সাধারণ।
CBALO/আপন ইসলাম