সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

অগ্নিকান্ডের তান্ডবে দরীদ্র জুলহাসের পরিবার এখন নিঃস্ব

এস,এস,ফিরোজ, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২ মার্চ, ২০২১, ৯:২২ পূর্বাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের দরীদ্র কৃষক জুলহাস আলী ।নিজের স্বল্প জমি আবাদের পাশাপাশি দিনমজুরের কাজও করে।অভাবের সংসারে বৃদ্ধ মা ,স্ত্রী ও দুই ছেলে নিয়ে কোন  মতে কেটে যাচ্ছিল দিনক্ষণ।বড় মেয়ের বিয়ে হয়ে গেছে।
গতকাল রাত সাড়ে বারটার দিকে বিদ্যুতের শকসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে গোয়াল ও রান্নাঘরসহ পাঁচটি ঘর।ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।রেহাই পায়নি গরু, ছাগল, হাঁসমুরগীসহ ফসলাদি।
ক্ষয় ক্ষতির বিবরণ
১। ৫টি ঘর
২। ২টি গাভী
৩। ৫টি ছাগল
৪। ১৮টি মুরগী
৫। নগদ বাইশ হাজার টাকা
৬। ধান চালসহ সকল ঘরে তোলা ফসলাদি
৭। সকল কাপড় চোপড় (পরনের ব্যতিত )
৮। ব্যবহার্য সকল তৈজষপত্র
৯। জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র
১০। ২টি মোবাইল
অগ্নিকান্ডের পর বাকরুদ্ধ অসহায় জুলহাস।প্রতিবেশীরা সহায়তার হাত বাড়িয়েছেন।স্হানীয় মেম্বর চেয়ারম্যান পরিদর্শন করেছেন।ইউ এন ও মহোদয় খবর পেয়ে তাৎক্ষণিক  চাল,ডাল,আটা ও দুটি কম্বলের ব্যবস্হা করেন।তিনি জরুরী ভাবে সরকারী টিনের ব্যবস্হা করবেন বলে জানান।
জুলহাসের পরিবার এখন খোলা আকাশের নীচে ।
 দেশে বিদেশে অবস্হানরত  (ব্যবসায়ী / চাকুরীজীবি )এলাকার স্বহৃদয়বান ব্যক্তিবর্গ জুলহাসের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই প্রত্যাশা কামনা করি ।
যোগাযোগঃ জুলহাস আলী
মোবাঃ ০১৭৫৬-৬৬২৩২৮

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর