দক্ষিণাঞ্চলের সাড়া জাগানো ব্যাতিক্রমধর্মি তারুন্যের লেখক-কবি ও সাংবাদিক ম.ম. রবি ডাকুয়ার এক
সাথে প্রকাশিত হলো ৪ টি ই বুক।আরবান প্রকাশনীর প্রকাশিত চারটি কবিতার বই এখন থেকে ই বই
মেলায় পাবে পাঠকরা ।বরাবরের মতই ভিন্ন স্বদের লেখা নিয়ে পাঠকদের মাঝে হাজির হন তিনি।
পথের গহীনে,চোখের অনলে,স্বপ্ন ধুলি এবং শব্দ তুলি নামে এক সাথে ৪টি বই প্রকাশ করলো আরবান
প্রকাশনী।
ম.ম.রবি ডাকুয়া এর নিজস্ব রচনাশৈলী আর গভীর অন্তর্দৃষ্টি পাঠকের মনে তার জন্যে একটি স্বতন্ত্র
অবস্থান তৈরী করবে।কেবল মাত্র আঙ্গিক আর আখ্যানেই নয়,তার স্বকীয় রীতি আর লেখার
স্বতন্ত্রতা সচেতন পাঠককে সহজেই আকর্ষন করে।মানব মনের গভীরতম অনুভুতি,আবেগ,সামাজিক
সম্পর্কের টানা পোড়েন সর্বোপরি জীবনের অবিমিশ্রিত পথ চলার সঙ্গীত তার কবিতার মূল
উপজীব্য।তার লেখা হোক আগামীর পথ প্রদর্শক।
ই বুক মেলা থেকে বইটি শুভেচ্ছা মূল্যে সহজেই সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন প্রকাশনা প্রতিষ্ঠান
আরবান প্রকাশনী।
CBALO/আপন ইসলাম