শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

ই-পেপার

নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু

শেখ আলী আকবার সম্রাট:
আপডেট সময়: সোমবার, ১ মার্চ, ২০২১, ৮:১২ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার পৌরর নওয়াপাড়া আলীপুর সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে নূরউদ্দীন ওরফে নূরু (৪৫) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত নূরু উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়নের বাগদাহ এলাকার মৃত সাহেব আলীর পুত্র বলে জানা গেছে । সরেজমিনে জায় যায়, আজ সোববার আনুমানিক দুপুর ১.০০টার সময় তিনি ভ্যান চালিয়ে আলীপুর রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কা লাগলে ভ্যানটি দুমড়ে মুচড়ে চাকায় পিষ্ট হয়ে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তার স্বজনরা জানান, প্রতিদিনের মত-জীবিকা নির্বাহের জন্য সে সকালে বাড়ি থেকে বের হয়। দুপুরে দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে ফায়ার সার্ভিস কর্মীরা ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার করছে। দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া রেলওয়ে নিরাপত্তায় কর্মরত মোঃ সুমন হোসেন বলেন, দুর্ঘটনার স্থানটি আমাদের সীমানার মধ্যে না। এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ার ফাইটার মোঃ সুমন মিয়া বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আছে, লাশটি উদ্ধার করে রেলওয়ে কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর