সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

আবারও পৌর মেয়র হলেন আব্দুল কাদের

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: সোমবার, ১ মার্চ, ২০২১, ৯:৪৬ পূর্বাহ্ণ

জামালপুর জেলার ইসলামপুর পৌরসভায় তৃতীয় বারের মতো আবারো মেয়র হলেন আব্দুল কাদের শেখ। নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের আব্দুল কাদের সেক নির্বাচিত হয়েছেন।

২৮-ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ এবং গণনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার হোসনে আরা ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের সেক নৌকা মার্কায় ১৪ হাজার ১৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র দলীয় প্রার্থী রেজাউল করিম ঢালী (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৫১ ভোট,আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম (জগ) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৪ এবং ইসলামী আন্দোলনের আনিছুর রহমান (হাত পাখা) মার্কা পেয়েছেন ৪৩৭ ভোট।

মেয়র পদে মোট ভোট পড়ে ২০ হাজার ৬০৮ টি। এতে বৈধ ভোট ২০ হাজার ৫৫৩ টি ও বাতিল বা অবৈধ ঘোষিত হয় ৫৫ ভোট।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর