আশিক সরকার, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ সহ সকল সামাজিক সমস্যা নিয়ন্ত্রনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বড়ধুল হাটখোলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) প্রধান অতিথির বক্তব্য রাখেন। ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।