জেলার বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল নামকস্থানে বুধবার দিবাগত রাত দশটার দিকে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক সোহেল রানা (৩০) ঘটনাস্থলেই নিহত ও তিন জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সিএনজি চালক সোহেল রানা বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা মাকসুদ আলম বেগের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে সিএনজিতে তিনজন যাত্রী বাকেরগঞ্জের উদ্দেশ্যে আসছিলো। পথিমধ্যে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের কাঠেরপুল নামকস্থানে পৌঁছলে বিপরিতদিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
কৃষি বিভাগের মাঠ দিবস অনুষ্ঠিত
জেলার উজিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বারি খেসারী-৩ ডালের ক্ষেত প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। ২০২০-২১ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন-সংরক্ষণ এবং বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তৌফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারি উপ-পরিচালক মরিয়ম আক্তার, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
CBALO/আপন ইসলাম