নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকেলে, নাগরপুর সদর হাসপাতাল রোডের ফার্মেসি সমূহে “ঔষধ আইন, ১৯৪০” অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ফার্মেসিতে ফিজিশিয়ান’স স্যাম্পল, অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, জনস্বাস্থ্য হানিকর ঔষধ পাওয়া যায়। এছাড়াও কিছু ফার্মেসির লাইসেন্স যথাযথ নয়। এসমস্ত অপরাধ তাৎক্ষণিক আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ১১ জন দোকানীকে ঔষধ আইন, ১৯৪০ এর ১৮ ধারা লংঘন এর অপরাধে ২৭ ধারা মোতাবেক ১৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, জনস্বাস্থ্য হানিকর ঔষধ জব্দ করে বিনষ্ট করা হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ নার্গীস আক্তার, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, টাঙ্গাইল। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তারিন মাশরুর, নাগরপুর থানা এস.আই ইমরান হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারঃ) মোঃ জাইদুর রহমান এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর, টাঙ্গাইল নাগরপুর থানা ও উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ।
জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।