সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: 
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৬:১১ অপরাহ্ণ

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধাসহ ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ২০ জন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঢাকা-রাজশাহী সড়কের কোনবাড়ি কলেজ মোড়ে সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মৃত মোকছেদ আলীর ছেলে বি-ব্লকের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান (৭০), শেরপুর উপজেলার বেতগাড়ি গ্রামের শ্রী ধীরেন চন্দ্রের ছেলে শ্রী বিমল কুমার (৪৫) এবং সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো: আব্দুল হান্নান (৬০) । বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: নুরুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহি যুগান্তর পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৪০)) বিপরীতমূখী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ভোজ্য সয়াবিন তেলবহনকারী অপর একটি ট্রাক (বগুড়া-ড-১১-২৩০৭)’র সাথে মুখোমাখি সংঘর্ষ বাঁধে।

এতে ঘটনাস্থালেই যাত্রীবাহি বাসের থাকা এক বীর মুক্তিযোদ্ধাসহ চারজন নিহত হন। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে পাঠানোর সময় আরো এক বাসযাত্রী নিহত হন। দুর্ঘটনার কারনে মহাসড়কে প্রায় দু’ ঘন্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সকাল সাড়ে ৯টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। উভয় যানদু’টি পুলিশের নিয়ন্ত্রনে থাকলেও দুর্ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়েছে। সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: ফারুক হোসেন চিকিৎসকদের বরাদ দিয়ে জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। সবক’টি লাশ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহতদের মধ্যে দশজন একই হাসপাতালে চিকিৎসা গ্রহন করছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর