রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

ই-পেপার

তিন তলার ছাদ থেকে পড়ে সাবেক ব্যাংকারের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৩১ মে, ২০২০, ৬:২৫ অপরাহ্ণ

মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
পাবনার ভাঙ্গুড়ায় তিনতলার ছাদ থেকে পড়ে সাবেক ব্যাংকার আব্দুল আজিজ(৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পৌর সদরের দক্ষিণ মেন্দা কারিবাড়ি তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভাঙ্গুড়া শাখার একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা, নিহত আব্দুল আজিজ সকাল ১০টার দিকে তার নিজ তিনতলা বাড়ির ছাদে উঠে পানির লাইনের টুকিটাকি মোড়ামতের কাজ করছিলেন। এমন সময় পা পিছলে হঠাৎ করে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে যায় এবং অসুস্থ্য অবস্থায় চিৎকার করতে থাকে। এসময় তার চিৎকারের পরিবারের লোকজন এসে তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখাকে তার অবস্থা আশষ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথারঘাটা গ্রামের মৃত আবু তালেবের পুত্র ও ভাঙ্গুড়া পৌর এলাকায় ৫ নং ওয়ার্ডের দক্ষিণমেন্দা কালিবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করতেন। ঘটনার সতত্য নিশ্চিত করে ৫ নং ওয়ার্ড কাউন্সির আব্দুস সামাদ বলেন, তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যুর ঘটনা দুঃখ জনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর