চুয়াডাঙ্গার আলমডাংগায় বন্ডবীল সংলগ্ন হাইরোডে ট্রাক ওমোটর সাইকেল সংঘর্ষে এক জন আহত হয়েছে। জানা গেছে, আলমডাংগা ঘোলদাড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে, হাসান(৩০), বন্ধুর মটর বাইক নিয়ে শুশুরের বাসায় রওনা দেওয়ার উদ্দেশ্য বাহির হয়, পথে মধ্যে সামনের দিকনির্দেশনা নিয়ন্ত্রণ না করতে পেরে, ট্রাকের সামনের দিকে ছুটে পড়লে তার মাথা ও হাত ফেটে রক্তাক্ত হয়ে যায়।এসময় স্থানীয়রা আহত হাসান উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটাকে জব্দ করে থানায় নিয়ে আসে।
CBALO/আপন ইসলাম