সিরাজগঞ্জের সলঙ্গায় সুমন (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মাঠের মধ্য হতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু সুমন (৯) সলঙ্গা থানার নলকা ইউনিয়নের রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও হোড়গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সুমনকে সোমবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি জমিতে গাছের ডালপালায় ঢাঁকা শিশুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। । সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
CBALO/আপন ইসলাম