সাতক্ষীরা সদরের মুকুন্দপুর গ্রামে রুহুল কুদ্দুস নামে অনাস পড়ুয়া এক কলেজ ছাত্রের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা জায় আজ রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুহুল কুদ্দুস মুকুন্দপুরের রফিকুল সরদারের ছেলে। তাকে মুকুন্দপুর মাঠের মৎস্য ঘেরের কারেন্টে সারাইয়ের জন্য ডেকে নিয়ে যাওয়া হয়। ঘেরের মালিক একই গ্রামের আনারুল মাষ্টারের ছেলে সোহাগ। ঘেরের কর্মচারী একই নামের রুহুল কুদ্দুস কলেজ পড়ুয়া রুহুল কুদ্দুস কে কারেন্ট সারাইয়ের কথা বলে ডেকে নিয়ে যায়।
কারেন্ট সারাইয়ের সময় কলেজ পড়ুয়া রুহুল কুদ্দুস বিদ্যুৎস্পৃষ্টের কবলে পড়লে ঘের কর্মচারী রুহুল কুদ্দুস তাকে বাচাতে গেলে সেও বিদ্যুয়িত হয়ে আহত হয়।সে সমই কলেজ পড়ুয়া রুহুল কুদ্দুস মারা জায়। আহত রুহুল কুদ্দুস কে স্হানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে জায়, এদিকে কলেজ পড়ুয়া রুহুল কুদ্দুসের অকাল মৃত্যুতে শোকাহত পুরো গ্রাম।
CBALO/আপন ইসলাম