মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে আগুনে দগ্ধ গৃহবধূর লাশ উদ্ধার আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ব্লাস্ট ও লফসের জেন্ডার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত ফরিদপুরে স্কুলছাত্রী হত্যা: ডিবি পুলিশের তদন্তে রহস্য উদঘাটন হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি- আটোয়ারীতে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী “প্রশাসনের কড়াকড়িতে স্বস্তি ভাঙ্গুড়ায়” দখলদার ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বদলাচ্ছে চিত্র কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় দেবোত্তর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সলঙ্গায় ট্রান্সফরমার প্রতিস্থাপনে বিদ্যুৎস্পর্শে দিনমজুরের মৃত্যু

‘আ.লীগ কখনও ষড়যন্ত্র করেনি, ষড়যন্ত্রের শিকার হয়েছে’

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি :
আপডেট সময়: রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৩ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনও কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি। বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্রের জাল ছিন্নভিন্ন করে দেশ আজ এগিয়ে যাচ্ছে । এই উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি তার সরকারী বাসভবন থেকে ভার্চূয়াল মাধ্যমে যুক্ত হন। ব্যক্তি বলয় ভারি করতে পকেট কমিটি গঠন করা যাবে না উল্লেখ্য করে তিনি আরও বলেন, প্রভাবশালী নেতাদের নিজ বলয় ভারি করতে কোনো ভাবেই পকেট কমিটি গঠন করা যাবে না। দুর্দিনের কর্মীদের দলে স্থান করে দিতে হবে।

 

বিদ্রোহীদের কোনো ভাবে ছাড় দেয়া হবে জানিয়ে কাদের বলেন, যারা দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী করেছে, তাদের কোনো ভাবেই ছাড় দেয়া হবেন। এটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। গঠনতন্ত্র অনুযায়ি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ্য করে তিনি আরও বলেন, প্রতিটি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র মানুষের মাঝে তুলে ধরতে হবে। প্রতিটি মানুষের সাথে ভালো আচরণের মাধ্যমে আওয়ামী লীগকে এগিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে, কেউ যেন দলের নাম ভাঙ্হিয়ে কোনো অপকর্মের সাথে জড়িয়ে না পড়ে।

 

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ ডা. আবদুল আজিজ, সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়, সাবেক এমপি গাজী ম.ম আমজাদ হোসেন মিলন প্রমুখ । অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর