ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে সবুজ(২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১২ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলার শেনুয়া হাট নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাও গ্রামের কশির উদ্দিনের পুত্র। সে তার পিতার সাথে গরুর ব্যবসা করত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বেলা আনুমানিক ১১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশনের ৫ কিলোমিটার উত্তরে সেনুয়াহাট নামক স্থানে পৌঁছালে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা সবুজ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
CBALO/আপন ইসলাম